ডিএসইতে আজ ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ শেয়ারের লেনদেন হয়েছে

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে আজ মোট ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৪৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৭ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৮১৫ টাকায়।

আর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,২২,০৮২ কোটি ৯৮ লাখ ১০ হাজার ২১৮ টাকায়।

সূচকের দিক থেকে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৭৭.০০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৩.৮৪ পয়েন্ট কমে ২,০৬৪.৯৬ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৬ পয়েন্ট কমে ১,১৬১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

লেনদেনের (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো— সিভিও পেট্রোলিয়াম, সোনালি পেপার, রূপালি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এপেক্স ফুটওয়্যার ও তৌফিকা ফুড।

দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি হলো— ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, এসআইবিএল, ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোলিয়াম, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দরপতনের শীর্ষ দশ কোম্পানি হলো— বিআইএফসি, আইসিবি ইসলামি ব্যাংক, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, এনসিসিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা ফাইন্যান্স, আইএসএন লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জন্মশতবর্ষ  উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
১০