ডিএসইতে আজ ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ শেয়ারের লেনদেন হয়েছে

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে আজ মোট ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৪৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৭ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৮১৫ টাকায়।

আর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,২২,০৮২ কোটি ৯৮ লাখ ১০ হাজার ২১৮ টাকায়।

সূচকের দিক থেকে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৭৭.০০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৩.৮৪ পয়েন্ট কমে ২,০৬৪.৯৬ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৬ পয়েন্ট কমে ১,১৬১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

লেনদেনের (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো— সিভিও পেট্রোলিয়াম, সোনালি পেপার, রূপালি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এপেক্স ফুটওয়্যার ও তৌফিকা ফুড।

দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি হলো— ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, এসআইবিএল, ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোলিয়াম, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দরপতনের শীর্ষ দশ কোম্পানি হলো— বিআইএফসি, আইসিবি ইসলামি ব্যাংক, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, এনসিসিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা ফাইন্যান্স, আইএসএন লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড 
পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা 
সাবেক কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
নির্বাচন কমিশন আস্থা ধরে রেখে কাজ করবে বলে আশা প্রকাশ সারজিস আলমের
দীর্ঘ ইনজুরিতে অবসরের কথা বিবেচনা করেছিলেন স্টোনস
আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
বাণিজ্য উপদেষ্টার সাথে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক
'মা' ইলিশ রক্ষায় ভোলা উপকূলে রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা 
ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
শেরপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড 
১০