
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২০২ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
এটি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করার চলমান কৌশলের অংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, আজ প্রতি ডলার কেনা হয়েছে ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা দরে।