৪টি হাসপাতালের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩ আপডেট: : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫
ছবি: বিজিএমইএ

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আরও চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ সভাকক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন করে যে চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে : ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল পিএলসি, ইবনে সিনা ট্রাস্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ও ইয়র্ক হসপিটাল লি.। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র পক্ষ থেকে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বাক্ষর করেন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল পিএলসির পরিচালক মো. আনিসুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও ডেপুটি হেড অব বিজনেস ডেভলপমেন্ট জিএম তারিকুল ইসলাম, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের বোর্ড ডিরেক্টর ফুতোশি কোনো এবং ইয়র্ক হসপিটাল লিমিটেডের পক্ষে পরিচালক (বিজিএমইএ এর সাবেক পরিচালক) নজরুল ইসলাম।

এই চুক্তির ফলে বিজিএমইএ’র সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে এই চারটি হাসপাতালসহ মোট ১৪টি (আগে স্বাক্ষরিত ১০টির সঙ্গে যুক্ত হয়ে) শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিশেষ ছাড়কৃত মূল্যে (ডিসকাউন্ট রেট) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ তার সদস্যদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করছে।

অনুষ্ঠানে বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান পোশাক খাতের উদ্যোক্তা ও কর্মীদের কল্যাণে বিজিএমইএ’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বিজিএমইএ পোশাক শ্রমিকদের জন্য আশুলিয়া অঞ্চলে একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে এই হাসপাতাল পরিচালনায় স্বাক্ষরকারী হাসপাতালগুলোর মূল্যবান সহযোগিতা নিশ্চিত করাই হলো এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পোশাক খাতে একটি স্থায়ী ও উন্নত স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ সোহেল, বিজিএমইএ প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির, মিরপুর হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান খন্দকার মহিদুর রহমান শাহীন, টিবি কন্ট্রোল অ্যান্ড ডেঙ্গু কমিটির চেয়ারম্যান নুরুল তপন এবং ইয়র্ক হসপিটাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মল্লিক নাসিম আহসানসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ পরিচালক মোহাম্মদ সোহেল।

স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশের পোশাকখাতের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় ১১-২২ ডিসেম্বর নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 
বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন
চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন
সারাদেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে সরকার : আইসিটি সচিব
জুলাই কন্যা সম্মেলন স্থগিত
সিলেটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে অদম্য নারী সম্মাননা প্রদান
৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ
টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাটজাত পণ্য রপ্তানির দাবি নিষ্পত্তি করবে ছাড় কমিটি : বাংলাদেশ ব্যাংক
১০