বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

আগামীকাল ১০০০ টাকার নোট ছাড়া হচ্ছে

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে সেটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। 
কেন্দ্রিয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।