বাসস
  ০৭ মার্চ ২০২৩, ১৮:২১

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনিত অজয় বাঙ্গাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ঢাকা, ৭ মার্চ, ২০২৩ (বাসস) : বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের মনোনিত অজয় বাঙ্গাকে সমর্থন দিয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার প্রতিফলন হিসেবে এ সমর্থন দেয়া হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে বাঙ্গার সুদীর্ঘ অভিজ্ঞতা তার এই দায়িত্ব পালনে এবং ভবিষ্যতে বিশ্বব্যাংক গ্রুপের কাজে ইতিবাচক অবদান রাখবে। এতে আরো বলা হয়, ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকে মধ্যে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে বৈশ্বিক পর্যায়ে বিশ্বব্যাংকের অবদান বাড়াতে বাংলাদেশ বিশ্বব্যাংকের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে বাঙ্গার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক বাংলাদেশসহ অনেক উন্নয়ণশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।