বাসস
  ১১ মার্চ ২০২৩, ১৬:১৬

গাজীপুরে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

গাজীপুর, ১১ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার ভাওয়াল রাজবাড়ি মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা আজ শুরু হয়েছে। মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রীর ৫০টি স্টল বসেছে। মেলা শেষ হবে ২০ মার্চ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক আনিসুর রহমান। এতে বক্তব্য রাখেন- বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব ড. মো. আলমগীর হোসেন, গাজীপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।
এর আগে বেলুন উড়ায়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, ক্ষুদ্র উদ্যোক্তা ও বিসিকের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।