ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৯ আপডেট: : ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৮
বৃহস্পতিবার প্রেস বিফ্রিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি’।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায়।

তিনি বলেন, ‘আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই’।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে গুড ফ্রাইডেতে রক্তাক্ত নাট্যাঞ্জলি : ৩৬তম ও শেষবার ক্রুশবিদ্ধ হলেন রুবেন এনাজে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ : ডিএমপি
ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকো কোম্পানির  গ্যাস ভর্তি কাভার্ডভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
চাঁদপুরে নারী উদ্যোক্তাদের বৈশাখী মেলা জমে উঠেছে
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে নানা উদ্যোগ
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি
অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা 
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে
১০