ভূমিসেবায় অবদান, পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের সদ্য সাবেক জেলা প্রশাসক সাবেত আলীর হাতে পুরস্কার তুলে দেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: বাসস

পঞ্চগড়, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছেন পঞ্চগড়ের সদ্য সাবেক জেলা প্রশাসক সাবেত আলী।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসক ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদানের এক থেকে দেড় বছরের স্বল্প সময়ে জেলায় ভূমি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সরকারের এই কর্মকর্তা। তার নির্দেশনায় ভূমি অফিসে চালু করা হয় কর্পোরেট সেবা। যেখানে একই কক্ষে বসে সব কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দেন। এতে নামজারিসহ সব সেবা দ্রুত ও হয়রানিমুক্ত হচ্ছে বলে দাবি তাদের। এমনকি এই সিস্টেমের কারণে অসাধুচক্রের দৌরাত্ম কমার পাশাপাশি ফাইলের জট কমেছে যেমন, তেমনি গতি বেড়েছে ভূমি সেবার।

সাবেত আলী পঞ্চগড় জেলা প্রশাসক থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেত আলী বলেন, আমি চেষ্টা করেছি গ্রামের সহজ সরল মানুষরা যেন হয়রানিমুক্ত সেবা পায়। এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে না হয়। তাই কর্পোরেট সেবা চালু করেছি। আমার এই চেষ্টার পেছনে আমার সহকর্মীরা দারুন ভূমিকা রেখেছে। এই অর্জন আমাদের সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের
রাজধানীর তেজগাঁও কড়াইল বস্তিতে আগুন
শরীয়তপুরে জলবায়ু সহিষ্ণু ফসল চাষের উপর কর্মশালা
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
সৌদি আরবগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম মোকাবিলায় অনলাইন প্ল্যাটফর্ম প্রস্তাব
৮ ব্রোকারেজ ও ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের প্রভিশন সমন্বয়ের সময়সীমা বৃদ্ধি
ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
১০