বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল 

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৪৪
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে। এর মধ্যে সারা দেশে নির্বাচনের আবহ শুরু হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬’র নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

আজ মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে। তবে কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের জনগণ তাদের রুখে দেবে।

তিনি এ সময় আরও বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, নদীর মতো। এখানে একেকটা আসনে ৪ থেকে ৫ জন করে প্রার্থী থাকে। এতে কোনো অসুবিধা নেই। এতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।  

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল, সাবেক সভাপতি আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা বৃদ্ধির আহ্বান গণশিক্ষা উপদেষ্টার
চট্টগ্রামকে কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখি : চীনের উহু সিটি মেয়র
ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবসে অব্যাহত সমর্থন প্রধান উপদেষ্টার 
পাবলিক প্লেসে লাউডস্পিকার, মাইক, অ্যামপ্লিফায়ার ও সুরযন্ত্র ব্যবহারে অনুমতি লাগবে
আরও ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ 
আবুধাবিতে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক
রেমিট্যান্স প্রবাহে অব্যাহত প্রবৃদ্ধি
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ ও লিফলেট বিতরণ 
ঢাকা থেকে বিশ্ব : কাবাডি বিশ্বকাপ সফল আয়োজনে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
১০