এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২০:৩৫ আপডেট: : ১১ জুন ২০২৫, ১৬:৩২
ফাইল ছবি। বাসস

ঢাকা, ১০ জুন, ২০২৫ (বাসস): এ বছর বাংলাদেশে ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়। এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে, কোরবানিকৃত ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশুর মধ্যে গরু/মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি, ছাগল/ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ও অন্যান্য ৯৬০টি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ  বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ৮৩ গাজার ১৬২টি। 

বিশ্লেষণে আরো দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। এই সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি গবাদি পশু। এরপর বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২১ লাখ ৮৫ হাজার ৪০টি। 
এছাড়া, চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি গবাদিপশু। খুলনা বিভাগে কোরবানি হয়েছে ৮ লাখ ৪ হাজার ২২৪টি গবাদিপশু। বরিশাল বিভাগে কোরবানি হয়েছে ৪ লাখ ৭৮৩টি গবাদিপশু। রংপুর বিভাগে কোরবানি হয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি গবাদিপশু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর মূলত পশু কোরবানির হিসাব করে থাকে। 

অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‌্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ৩টি গ্রাম (ছোট, মাঝারি ও বড়) থেকে অন্তত এক শতাংশ নমুনা সংগ্রহ করে হিসাবটি করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু অবিক্রীত ছিল। 

এর কারণ হিসেবে অধিদপ্তর বলছে, এবার কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। তাই পশু অবিক্রীত থাকাটা অস্বাভাবিক নয়। এছাড়া অবিক্রীত এই পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সর্বজনীন পেনশন স্কিমে ভুলত্রুটি থাকলে সংশোধন করা হবে : অর্থ উপদেষ্টা
চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগরের ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকার উদ্দেশে কুয়ালালামপুর ছেড়েছেন প্রধান উপদেষ্টা
অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় ২ সেপ্টেম্বর
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার দূতের সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা
ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
বাকৃবিতে 'বাংলাদেশে বৃহৎ পরিসরে ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক কর্মশালা
রংপুরে তিস্তা বাঁধে ধস, শঙ্কায় হাজারো পরিবার
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন ও প্রশিক্ষণ 
১০