বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২২

লক্ষ্মীপুরে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস) : ভাষা শহীদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার রায়পুরে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের মধ্যে বাংলা ভাষা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের  ইতিহাস এবং সংস্কৃতি জাগিয়ে তোলার জন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা যুবলীগ।
বৃহস্পতিবার দিনব্যাপী রায়পুর উপজেলার কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, শেখ ফজলুল হক মণির রাজনৈতিক জীবন ও দর্শনসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আকবর, যুবলীগ নেতা জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, হুমায়ুন কবির, দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার দু’টি গ্রুপে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো।