বাসস
  ২৯ এপ্রিল ২০২৩, ২১:২৪

বাংলাদেশ ফিল্ম সেন্টারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় রাজধানীর আজিজ সুপার মার্কেটের বাংলাদেশ ফিল্ম সেন্টারে প্রদর্শিত হবে এক মিনিটের তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ফিল্টার’, ‘ফিল্টার’, ‘অল্টার’। 
তানভীর রাতুলের গল্প অবলম্বনে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনার্য মুর্শিদ। নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, অনেকেই এখন মুঠোফোনে ভালোভালো চলচ্চিত্র নির্মাণ করছেন এবং সেগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনামও এনে দিচ্ছে। এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের চাওয়া, দর্শকরাও মুঠোফোনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হবেন। এই প্রদর্শনীর চলচ্চিত্রগুলোতে দর্শক প্রায় ডজনখানেক নতুন ও পুরনো মুখ দেখতে পাবেন। 
মোশন বাংলা প্রযোজিত এবং এন্টিভাইরাস পরিবেশিত এই চলচ্চিত্রগুলোর চিত্রগ্রহণ করেছেন জীবন আনন্দ রিয়াদ ও নাহিদ আফ্রাদ। সম্পাদনা করেছেন লায়লা ফেরদৌসী।  
প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দিবেন গল্পগুলোর লেখক তানভীর রাতুল ও পরিচালক অনার্য মুর্শিদ। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।