বাসস
  ২৯ মে ২০২৩, ১০:০৪

নওগাঁয় বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নওগাঁ , ২৯ মে, ২০২৩ (বাসস) : জেলায় গতকাল  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শান্তি পুরস্কার জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।  
রোববার সন্ধা ৭টায়  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।  
সংশ্লিষ্ট বিষয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।  
পরে জেলা শিল্পকলা একাডেমির তত্বাবধানে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।