বাসস
  ২৫ জুলাই ২০২৩, ১৯:৪১
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৫০

গোপালগঞ্জে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৫ জুলাই ২০২৩ (বাসস) : জেলায় আজ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে  আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। 
এ প্রতিযোগিতার  বিভিন্ন বিভাগে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ৬৩ জন। তাদের হাতেই আজ জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারী ১৯ জন জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এর আগে গোপালগঞ্জের সক্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা  করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জুবায়ের আহমেদ, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু প্রমুখ বক্তব্য রাখেন।