জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৩০ আপডেট: : ০৮ মে ২০২৫, ১৮:২৯

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এই তথ্য জানিয়েছে।

বাংলা ফ্যাক্ট জানায়, জুলাই গণঅভ্যুত্থান ইস্যুতে ‘২০০০ লোক শহীদ হয়নি, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছে হাসিনাকে সরানোর জন্য’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম সম্প্রতি এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে, উপদেষ্টা মো. মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি বক্তব্য থেকে কিছু অংশ কাটছাঁট করে তা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গত ৫ মে রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের হল রুমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সুযোগে বলতে চাই কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লিখে না। তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণঅভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মো. মাহফুজ আলম কার্যত বলতে চেয়েছেন যে, জুলাই অভ্যুত্থানকে হেয় করে সংবাদ প্রচার কিংবা একটি জনবিপ্লবকে নিছক ক্ষমতার পটপরিবর্তন হিসেবে উপস্থাপন কোনো দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় বিষয়ে কাজ করে বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে যে উপদেষ্টা মো. মাহফুজ আলমের বক্তব্য থেকে ‘যেখানে রেজিম চেঞ্জ হইছে, এখানে ২০০০ লোক শহীদ হয় নাই, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হইছে’ এসব বাক্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে দেখা যায় যে সম্প্রতি ভারত থেকে পরিচালিত বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 
কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: আলামতসহ মূল আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান: বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না : মীর সরফত আলী সপু
নতুন প্রেরণা: বগুড়া শিবগঞ্জে ১১০টি ভোটকেন্দ্র কমিটিতে বিএনপির ১৭ হাজার সদস্য
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শামা ওবায়েদের
নীলফামারী জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠিত
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল
১০