ভারতের একটি দুর্ঘটনার দৃশ্যকে ঢাকার বলে প্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:১১
ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস): ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ২০২৪ সালের অক্টোবর মাসে সংঘটিত একটি দুর্ঘটনার দৃশ্যকে সম্প্রতি ঢাকার বলে প্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ‘দাবি করা হচ্ছে দুর্ঘটনাটি ঘটেছে ঢাকায়। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যায় যে ওই ঘটনাটি বাংলাদেশের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ২০২৪ সালের অক্টোবর মাসে সংঘটিত একটি দুর্ঘটনার দৃশ্য।’

ফ্যাক্টচেক করে দেখা যায়, গাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার দুর্ঘটনাটি ভারতের। এটি ঢাকায় বলে ভুয়া ও ভিত্তিহীন ভিডিও প্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্টচেক করে। শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল ফ্যাক্টচেক করে তথ্য শনাক্ত করা হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেক অনুসন্ধান টিমগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০