ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): পুরোনো ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় পাইলট বেঁচে গেছেন-এই দাবিতে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে। যদিও সেটি ২০২৪ সালের।
বাংলাফ্যাক্ট জানায়, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বিমানের পাইলট অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
তবে ভিডিওটির সত্যতা যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত হয়েছে, এটি উত্তরার দুর্ঘটনার ভিডিও নয়। ভিডিওটি প্রকৃতপক্ষে ২০২৪ সালের ৯ মে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার। তাই বর্তমান দুর্ঘটনার প্রেক্ষিতে এটি ব্যবহার করা বিভ্রান্তিকর এবং ভুয়া তথ্য প্রচারের শামিল।
বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গতকাল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম নিহত হন।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় সর্বশেষ ২৭ জন নিহত এবং প্রায় দুশ’ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।