ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বনপাড়া পর্যন্ত মহাসড়কটি ৪ লেনে উন্নীতকরণ এবং নাটোরের বড়াইগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা-এর আয়োজনে এ কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. শামস উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।
মানববন্ধনে ঢাকায় অবস্থানরত বড়াই গ্রামবাসীসহ প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা বলেন, ‘হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কটি দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই সড়কে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি সরু হওয়ায় প্রায়শই দুর্ঘটনা, যানজট এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই সড়কটি ৪ লেনে উন্নীত হলে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, শিল্প এবং জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।’
তারা দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল হাকিম, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর বিজয়ী কমেডিয়ান অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনি, বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা-এর সিনিয়র সহ-সভাপতি এস. এম. মাহবুব আলম ও মো. রাশিদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মো. বাবর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু কাফি জন্নন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আশরাফুল আলম দিলিপ এবং সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. আলাউদ্দিন মৃধা, মন্টু ডানিয়েল প্রমুখ।