বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে শেকৃবিতে মিলাদ ও দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:২৫
শেকৃবি। ফাইল ছবি

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ খ্যাত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-তে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেকৃবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, এ্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।

গতকাল অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলীসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া শেকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহিল কাফি, কৃষিবিদ মহতির হাসান অন্তর, কৃষিবিদ মো. মেসবাউল আলম, কৃষিবিদ জিব্রাইল শরীফ, কৃষিবিদ সোআইব ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, কৃষিবিদ মো. ইমরান, মো. তাকরিম, মো. মারুফ হাসান, মো. রবিউল ইসলাম, মো. আতিকুর রহমান, মো. আরাফাত মিরাজ, মো. নাইমুর রহমান নিলয়, মো. সারোয়ার জাহান, মো. ফয়সাল অভি, মো. সোহেল রানা, ইব্রাহিম রাকিব, রাতুল হাসান রুম্মন, মো. সুজনসহ নেতাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে শেকৃবি ক্যাম্পাসের ২ নম্বর গেটে দুস্থ ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০