বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:০৫

বগুড়া, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও এক শিশু। 

আজ শনিবার সকালে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় ও টিএমএসএস মেডিকেল কলেজের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার মৃত সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম। তিনি মাটিডালী মোড়ের মাহাথির হোটেলের কর্মচারী ছিলেন। নিহত অপরজন এক বছরের শিশু জোবাইদা। সে মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের মেয়ে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সোয়া ৮টার দিকে রেহেনা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ নাঈমও আহত হয়েছেন। তিনিও হাসপাতালে ভর্তি।  

এর আগে, সকালে মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের পরিবার ঢাকা থেকে প্রাইভেটকারে ফিরছিলেন। পথে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে জিহাদের এক বছরের মেয়ে জোবাইদা ঘটনাস্থলেই মারা যায়। গাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যরা আহত হন। তাদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০