নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২১:১৪

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস):  নেপালে পানবাড়ি পর্বতশৃঙ্গ আরোহনের সময় দুই ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছেন দেশটির পর্যটন কর্মকর্তারা। সম্প্রতি সাইক্লোন মোন্থা অঞ্চলের আবহাওয়া বিপর্যস্ত করে তোলে।

কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিখোঁজ পর্বতারোহীরা হলেন স্তেফানো ফারোনাতো এবং আলেসান্দ্রো কাপুটো। তারা তিন সদস্যবিশিষ্ট একটি দলের অংশ হিসেবে পশ্চিম নেপালের ৬ হাজার ৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উচ্চতার পানবাড়ি পর্বতশৃঙ্গ জয় করার চেষ্টা করছিলেন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানান, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

তিনি বলেন, ‘তীব্র তুষারপাতের কারণে তারা ক্যাম্প-১ এ আটকে পড়েন এবং শনিবার থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।’

গৌতম আরও জানান, দলের নেতা যিনি বেস ক্যাম্পে অবস্থান করছিলেন, তিনি নিরাপদে ছিলেন এবং রোববার হেলিকপ্টারে  করে তাকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে ঘুর্নিঝড় মোন্থার প্রভাবে নেপালজুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়, যার ফলে জনপ্রিয় হিমালয়ান ট্রেকিং রুটে বহু পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০