টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২৩:২৬
ছবি : রেলওয়ে ফেসবুক

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : একদিনে ১৪৬টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৭৩৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ৮ লাখ ৭৭ হাজার ১৭৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৯টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৩৪ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৭৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৫২১ টি টিকিট যাচাই করা হয়।

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৭টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৬৯৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৮১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৬১৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪২৫ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ৭৯১টি টিকিট যাচাই করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০