বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২৩:৫৬
ছবি: সুইস দূতাবাস

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগ্লি আজ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের পূর্ণ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করবে।

লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুইজারল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে ঢাকাস্থ সুইস দূতাবাস জানিয়েছে।

তিনি বিশ্বব্যাপী এক উদ্বেগজনক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন।

রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশই লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে মুক্ত নয়। তাই এটি প্রতিরোধ করা একটি সম্মিলিত দায়িত্ব।

তিনি নারী ও কন্যাশিশুদের সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করতে সরকার, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ঐক্যবদ্ধ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশে নারীর অধিকার, ন্যায়বিচার ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে সুইজারল্যান্ডের সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদারিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০