
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) : কয়েক দিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আবেদন করেছেন জামায়াত আমীর।
আজ বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেছেন। একই সঙ্গে তার আশু আরোগ্যের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।