রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৮

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল।

অন্যদিকে আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, বাড়তে পারে দিনের তাপমাত্রা। 

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে,  মালাক্কা প্রণালী অবস্থানরত নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় “শৈ-ইয়ার’ এ পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।  

এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনি ও রোববার সারাদেশে  দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮ 
উত্তর-পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান ঘোষণা
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
৪৯তম বিসিএসের ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
১০