শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৫২
শেরপুরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়। ছবি: বাসস

শেরপুর, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ জেলায় সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়েছে। 

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আজ সকাল ১১ টায় জেলা শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভুঁইয়া। এতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁইয়া, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেনারি চিকিৎসক, উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। 

প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত মেলায় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখপাখালি এবং দুগ্ধজাত বিভিন্ন পিঠাপুলি ও পায়েস এর ২৪ টি স্টল প্রদর্শন করা হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, প্রাণিসম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এছাড়াও সাত দিনব্যাপী এই আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, খামারিদের নানা বিষয়ে পরামর্শ প্রদান, অসুস্থ পশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায় : সিনিয়র সচিব
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮ 
উত্তর-পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান ঘোষণা
১০