পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৪:০১

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূণ বাণিজ্য রুট পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আলোচনার মধ্যে এই খালে দুটি নতুন বন্দর নির্মাণের জন্য দরপত্র আহ্বানকারী পক্ষগুলোর মধ্যে চীনও রয়েছে। 

মঙ্গলবার বন্দর প্রশাসক এ তথ্য জানিয়েছে। পানামা সিটি থেকে এএফপি এ খবর জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছরের শুরুতে হুমকি দিয়েছিলেন, এই অভিযোগ করে যে চীন কৌশলগত জলপথ নিয়ন্ত্রণ করে। হংকং-ভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংস আটলান্টিকের ক্রিস্টোবাল ও প্রশান্ত মহাসাগরে বালবোয়া উভয় প্রান্তে বিদ্যমান বন্দরগুলো পরিচালনা করে। 

সংস্থাটি মার্চ মাসে উভয় বন্দরের নিয়ন্ত্রণ মার্কিন-ভিত্তিক ব্ল্যাকরকের নেতৃত্বে একটি গোষ্ঠির কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছিল, কিন্তু চুক্তিটি চীন সন্দেহের চোখে দেখায় এটি চূড়ান্ত হয়নি।

মধ্য আমেরিকান দেশটি আগামী দশকে বন্দরের ক্ষমতা সম্প্রসারণ, একটি গ্যাস পাইপলাইন ও একটি নতুন জলাধার নির্মাণ, অন্যান্য প্রকল্পের মধ্যে ৮.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করার আশা করছে।

নতুন বন্দরের পাশাপাশি, এই প্রকল্পে একটি গ্যাস পাইপলাইন ও একটি নতুন জলাধার নির্মাণের কথা বলা হয়েছে।

খাল প্রশাসক রিকৌর্তে ভাসকুয়েজ সাংবাদিকদের বলেন, আমাদের সকল আগ্রহী পক্ষের অংশগ্রহণের জন্য উন্মুক্ত থাকতে হবে, এবং ‘সর্বোচ্চ সম্ভাব্য প্রতিযোগিতা’ আহ্বান করতে হবে, তিনি বলেন, সকল পক্ষ সমানভাবে দরপত্র জমা দেবে।
 
ভবিষ্যতে প্রকল্পগুলো চীনা সংস্থাগুলোকে দেওয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

পানামা খাল কর্তৃপক্ষ, বিডিং প্রক্রিয়ার আগে আগ্রহী পক্ষগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। ২০২৬ সালের শেষের দিকে দুটি টার্মিনালের জন্য চুক্তি প্রদানের ও ২০২৯ সালে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে।

সিঙ্গাপুরের পিএসএ  ইন্টারন্যাশনাল এবং সিএমএ টার্মিনালসহ হংকংয়ের কসকো শিপিং পোর্টস ও ওরিয়েন্ট ওভারসিজ কনটেইনার লাইন (ওওসিএল) আন্তর্জাতিক সংস্থা আগ্রহীদের মধ্যে রয়েছে।

পানামা খালে পাঁচটি প্রধান বন্দর অবস্থিত। সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং, তাইওয়ান ও সিঙ্গাপুরের কনসেশনারদের দ্বারা পরিচালিত হয়।

৮০ কিলোমিটার দীর্ঘ এই খাল মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ব্যবহার করে এবং বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের পাঁচ শতাংশ বহন করে।
১৯৯৯ সালের শেষ দিনে পানামার কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এক শতাব্দী ধরে পানামা খাল নির্মাণ ও পরিচালনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায় : সিনিয়র সচিব
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮ 
উত্তর-পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান ঘোষণা
১০