প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায় : সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৪:২১ আপডেট: : ২৬ নভেম্বর ২০২৫, ১৪:২৪
বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনকালে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো প্রশিক্ষণ। কাজের গুণগত মান বাড়াতে ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে কর্মীদের প্রশিক্ষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

আজ (বুধবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মৌলিক শর্ত হলো সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী দায়িত্ব পালন করা। বিধি-বিধান কাগজে থাকা পর্যন্ত নয়; এগুলো বাস্তব কাজে প্রতিফলিত হলে সুশাসন, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হয়।

তিনি বলেন, নৈতিকতা ও দেশপ্রেম মাথায় রেখে কাজ করতে হবে। চাকরিতে নানা সময় সুবিধা নেওয়ার জন্য আমরা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হই, আমাদের তেমনি সেবা বাড়ানোর ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হতে হবে।

সালেহ আহমেদ বলেন, যখন একজন ব্যক্তি নিজের দায়িত্বকে শুধু চাকরি নয়, বরং রাষ্ট্রের প্রতি এক পবিত্র অঙ্গীকার মনে করে, তখন প্রশাসন থেকে শুরু করে সেবা প্রদানকারী প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আসে। পেশাদারিত্ব কেবল নিয়ম মেনে কাজ করার নাম নয়; বরং এটি একটি মানসিকতা, যা কর্মীর আচরণ, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণ এবং কাজের ফলকে সুসংহত করে।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রায়হান কাওছার, উপসচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা) নাসরিন সুলতানা ও উপসচিব (প্রশাসন) মাসুদ কামাল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬৪ জেলায় এসপি পদায়ন: প্রজ্ঞাপন জারি
প্রাণীসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা উপদেষ্টা
রাঙ্গামাটিতে গণপ্রকৌশল দিবস পালিত
প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায় : সিনিয়র সচিব
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
১০