মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৭
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। ছবি: বাসস

মাগুরা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রদর্শনীতে মোট ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামারির লালিত-পালিত পশুপাখি প্রদর্শন করা হয়। এছাড়াও রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার ও ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প। প্রদর্শনীতে গবাদি পশু, কবুতর, খরগোশ, হাঁস, পোষা বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে জেলার চারটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ২০০ প্যাকেট দুধ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ আরও নানা সেবা প্রদান করা হবে।

প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রতিনিধি, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ সময় জেলার বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮ 
উত্তর-পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান ঘোষণা
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
৪৯তম বিসিএসের ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
১০