
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে বুধবার ভোরে ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ বৃহস্পতিবার জানিয়েছেন, এ ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছে।
পাপেতে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক সপ্তাহের টানা ভারী বর্ষণের পর বুধবার ভোরে (ফ্রান্সে রাতের দিকে) পূর্বাঞ্চলীয় গ্রাম আফাহিতিতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাখোঁ লিখেছেন, ‘আফাহিতির এই ট্র্যাজেডিতে সাতজনের প্রাণহানি হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি জাতির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
ফরাসি পলিনেশিয়ার হাইকমিশনার জানান, প্রায় ৩০ মিটার উঁচু ভূমিধস একটি বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়ে আরেকটির ওপর আছড়ে ফেলে।
হাই কমিশনার আলেক্সান্দ্রে রোচাত্তে বরেন, ‘ভূখণ্ডের গঠন ও অস্থিতিশীলতার কারণে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উদ্ধার অভিযান সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে; ৪৮ ঘণ্টা বা তারও বেশি লাগতে পারে।’
আফাহিতির এক বাসিন্দা ইদা লাব্বেই এএফপিকে জানান, বুধবার ভোরে ঘরের বাইরে ট্রেনের মতো শব্দে ঘুম ভাঙে। বাইরে গিয়ে দেখি একটি বাড়ি পুরোপুরি মাটি ও কাদায় চাপা পড়েছে।
উদ্ধার অভিযান কয়েক ঘণ্টার জন্য স্থগিত করতে হয়, কারণ দ্বিতীয় ভূমিধস প্রায় উদ্ধারকর্মীদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। পরে অভিযান আবার শুরু হয় এবং রাতভর চলবে বলে জানানো হয়েছে।