করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:১৮
ফাইল ছবি। বাসস

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর তেজগাঁও এলাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন-ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপ-সহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

কমিটিকে আগুন লাগার কারণ উদঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ের করাইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর ১৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক
আগামীকাল শহীদ ডা. মিলন দিবস
হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
ভূমিকম্প পরবর্তী ঢাবির বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন অব্যাহত
এনা ট্রান্সপোর্টের এনায়েতের বিরুদ্ধে সিআইডির ১০৭ কোটি টাকার মামলা
খাগড়াছড়িতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ প্রাণিসম্পদ গড়ার আহ্বান
টিকিটবিহীন ৪,৬০৫ যাত্রীর কাছ থেকে রেলওয়ের ৯ লাখ টাকা আদায় 
টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
১০