টিকিটবিহীন ৪,৬০৫ যাত্রীর কাছ থেকে রেলওয়ের ৯ লাখ টাকা আদায় 

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:২১
বাংলাদেশ রেলওয়ে ভবন। ছবি : রেলওয়ে ফেসবুক

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): একদিনে ১৫৬টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৬০৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ৯ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা ভাড়া আদায় করা হয়েছে। 

আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৫ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৪টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৭৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১ হাজার ১১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৪২ হাজার ২৩৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৯১১টি টিকিট যাচাই করা হয়।

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯০ জন টিটিই কাজ করেছেন। তারা ৮২টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৫২৬ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯২৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৪৭ হাজার ২৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৭২ হাজার ১৯০ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ৬৮৭টি টিকিট যাচাই করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
নিয়ম লঙ্ঘনকারী সার ডিলারদের বাদ দেয়া হবে: কৃষি উপদেষ্টা
এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা : চুয়েট ভিসি
ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
তারুণ্যের উৎসব দেশের তরুণদের উজ্জীবিত করেছে : সাগর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক
আগামীকাল শহীদ ডা. মিলন দিবস
হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
ভূমিকম্প পরবর্তী ঢাবির বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন অব্যাহত
এনা ট্রান্সপোর্টের এনায়েতের বিরুদ্ধে সিআইডির ১০৭ কোটি টাকার মামলা
১০