
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): একদিনে ১৫৬টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৬০৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ৯ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা ভাড়া আদায় করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৫ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৪টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৭৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১ হাজার ১১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৪২ হাজার ২৩৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৯১১টি টিকিট যাচাই করা হয়।
এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯০ জন টিটিই কাজ করেছেন। তারা ৮২টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৫২৬ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯২৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৪৭ হাজার ২৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৭২ হাজার ১৯০ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ৬৮৭টি টিকিট যাচাই করা হয়।