
পিরোজপুর, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপন ভলেন্টিয়ারদের নিয়ে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস।
এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩০ জন ভলেন্টিয়ার অংশ নেন। এছাড়াও স্টেশনের ফায়ার ফাইটাররা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সহ অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ এবং আগুন নিভানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন সরঞ্জামের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পিরোজপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের সাথে দক্ষ ভলেন্টিয়াররা সাথে থাকলে উদ্ধার কাজ এবং আগুন নেভানো অনেক সহজ হয়। দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবিলায় ভলেন্টিয়ারদের দক্ষ করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।