ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৪
ছবি : বাসস।

ফেনী, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যে জেলার দাগনভূঞা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতা ও দাগনভূঞা উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বুধবার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ২০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, গাড়ল, ডিম ও পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুয়েল দাশ, ডেইরি ফার্মস এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শম্ভুনাথ কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য দেন, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলম, খামারি আবু নাছের তুহিন প্রমুখ।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি বাসসকে জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আজ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসইতে লেনদেন ৫২৭ কোটি টাকা, সূচক সামান্য নিম্নমুখী
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সচিব
২০২৬ বিশ্বকাপ ড্রয়ে পরিবর্তন আনলো ফিফা
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  
চট্টগ্রামে দুদিনব্যাপী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
নিয়ম লঙ্ঘনকারী সার ডিলারদের বাদ দেয়া হবে: কৃষি উপদেষ্টা
এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা : চুয়েট ভিসি
ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
তারুণ্যের উৎসব দেশের তরুণদের উজ্জীবিত করেছে : সাগর
১০