এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা : চুয়েট ভিসি

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৫ আপডেট: : ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে উল্লেখ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও নিরাপদ করতে বিশ্বজুড়েই বাড়ছে উড়োজাহাজের ব্যবহার।

আজ বুধবার চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে সেমিনার কক্ষে আয়োজিত ‘এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং: ইন্ট্রাপ্রিনিউরিয়াল অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চুয়েট ভিসি বলেন, এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের ক্রমবর্ধমান এই চাহিদা জোগানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি। এ পেশার দক্ষ জনবল বিমানের নিরাপত্তা নিশ্চিত করে এবং টেকসই উড়োজাহাজ পরিবহনের বিকাশকে সক্ষম করে জাতীয় প্রতিরক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং বৈশ্বিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

তিনি বলেন, যেকোনো বিমানসংস্থার বিমানবহরে এয়ারক্রাফট সংযুক্তির সঙ্গে-সঙ্গে অতিরিক্ত পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ে। নতুন এয়ারক্রাফট সংযোজন এবং নতুন রুটের ব্যাপ্তি ঘটানোর পূর্বেই পাইলট ও ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়টি চুড়ান্ত করা এয়ারলাইন্সের সুষ্ঠু ও সঠিক পরিকল্পনারই অংশ। এর জন্য চাই দক্ষ ও প্রস্তুত জনবল। চুয়েট’র মতো উচ্চ শিক্ষা-গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

চুয়েট যন্ত্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞার সভাপতিত্বে এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগ এর অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন- যুক্তরাষ্ট্রের বেল হেলিকপ্টারের প্রিন্সিপাল এয়ারফ্রেম ডিজাইন ইঞ্জিনিয়ার ও যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষক প্রকৌশলী মশিউর চৌধুরী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সচিব
২০২৬ বিশ্বকাপ ড্রয়ে পরিবর্তন আনলো ফিফা
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  
চট্টগ্রামে দুদিনব্যাপী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
নিয়ম লঙ্ঘনকারী সার ডিলারদের বাদ দেয়া হবে: কৃষি উপদেষ্টা
এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা : চুয়েট ভিসি
ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
তারুণ্যের উৎসব দেশের তরুণদের উজ্জীবিত করেছে : সাগর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক
১০