
টাঙ্গাইল, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্যর্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন। এ প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পেয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারি এবং খামারিরা উপস্থিত ছিলেন।