ইস্তাম্বুলে বিক্ষোভে গ্রেফতার ৪ সাংবাদিককে খালাস দিলেন তুরস্কের আদালত

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:২২
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইস্তাম্বুলে গত মার্চ মাসে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া চার সাংবাদিককে খালাস দিয়েছেন তুরস্কের একটি আদালত। তাদের মধ্যে এএফপি’র আলোকচিত্রী ইয়াসিন আকগুলও রয়েছেন। মামলাটি সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষক সংস্থার তীব্র নিন্দার মুখে পড়েছিল।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গ্রেফতার চারজনই আলোকচিত্রী ছিলেন। ইস্তাম্বুলের প্রভাবশালী বিরোধী দলীয় মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের সময় এক অভিযানে তারা গ্রেফতার হন। ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা হাজারো বিক্ষোভকারীর মতোই বিক্ষোভ ও জনসমাবেশ সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। 

আদালতের রায়ে বিচারক বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর কোনো দৃঢ় ভিত্তি নেই।

চারজনের মধ্যে একমাত্র আকগুল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। অন্য তিনজন তুর্কি সম্প্রচারক নাও হাবের-এর আলি অনুর তোসুন এবং ফ্রিল্যান্সার বুলেন্ট কিলিচ ও জেইনেপ কুরায়। 

এএফপি আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এর আগে বারবার আকগুলের মুক্তি দাবি করেছিল।

এএফপি-এর বৈশ্বিক সংবাদ পরিচালক ফিল চেটউইন্ড বলেন, ইয়াসিন আকগুল ও তার সহকর্মীদের মুক্তি পাওয়াকে এএফপি স্বাগত জানায়। ইস্তাম্বুলের রাস্তায় কাজ করা ফটোগ্রাফারদের বিরুদ্ধে এ মামলা দেওয়া কোনোভাবেই উচিত হয়নি।

তিনি আরো বলেন, সাংবাদিকদের অবশ্যই বাধাহীনভাবে বিক্ষোভ ও প্রতিবাদের সংবাদ সংগ্রহের সুযোগ দিতে হবে।

গণমাধ্যম অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

আরএসএফ-এর অ্যারল ওন্দেরোগলু এএফপিকে বলেন, সাংবাদিকদের মুক্তি স্বস্তি দিয়েছে, তবে এটি দেখিয়েছে যে— তাদের গ্রেফতার ছিল স্বেচ্ছাচারিতা।

তিনি বলেন, জনগণের সংবাদ জানার অধিকার বাধাগ্রস্ত করতেই তাদের গ্রেফতার করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার ২
১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি 
১০