
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ১৭৪টি উপজেলায় ১৭৪ জন সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া ইউএনও’রা বিভিন্ন জেলায় জ্যেষ্ঠ সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে যে, সরকার ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে ১৭৪ জন বিসিএস (প্রশাসন ক্যাডার) কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করেছে, যারা তাদের এখতিয়ারের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা ৩০ নভেম্বরের মধ্যে তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় তাদের ওই তারিখের বিকেল থেকে অব্যাহতি দেওয়া হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘যদি বদলিকৃত কর্মকর্তার অফিস বা কর্মক্ষেত্র ইতোমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তাকে দায়িত্ব পালনরত অফিসের নাম এবং ঠিকানা উলে¬খ করে যোগদানপত্র জমা দিতে হবে’।