
খুলনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেনখুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন প্রমুখ।
এদিকে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকতে আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।