ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৪৬


‎ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে মতিয়ার রহমান (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ওহাব তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের মৃত নজের আলী মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট গভীর রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মতিয়ার রহমান তার স্ত্রী পারুলকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই পারুল মারা যান। ওই ঘটনায় পারুলের বাবা ইসাহাক মন্ডল কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
‎‎
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানী শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তবে সর্বোচ্চ শাস্তির জন্য বাদীপক্ষ আপিল করবে কিনা, সেটা তারা আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
সব শিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগের ওপর গুরুত্বারোপ নরওয়ের
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে : ইসি সচিব
১০