চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৩১

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানিয়েছেন, আদালতের বিজ্ঞ বিচারকগণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। ফলে চলতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে।

তিনি বলেন, আদালতে যাতে বাদী ও বিবাদী হয়রানির শিকার না হোন সেই বিষয়টি মাথায় রেখে বিচারকগণ মামলার অগ্রগতি করে রায় দেন। এতে দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীগণ সুবিচার পাচ্ছেন।

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে বিচারধীন মোট মামলার সংখ্যা ২১ হাজার ৫৯৯ টি। এর মধ্যে দায়রা মামলা ১৫ হাজার ৫১৫টি। স্পেশাল ট্রাইব্যুনালে মামলা রয়েছে ১ হাজার ৭৩৪টি। বিশেষ আইনের মামলা রয়েছে ৩২টি। ফৌজদারি রিভিশন মামলা রয়েছে ১ হাজার ৬৬৭টি। ফৌজদারি আপিল ২ হাজার ২৪৮টি রয়েছে।

গত অক্টোবর মাসে জেলা ও দায়রা জজ আদালতে মোট মামলা নিষ্পত্তি হয়েছে ৯৯৪টি। এর মধ্যে দায়রা মামলা ৩১০টি। ফৌজদারি রিভিশন মামলা নিষ্পত্তি হয়েছে ৬১টি। ফৌজদারি আপিলের নিষ্পত্তি হয়েছে ১৩৫টির।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
সব শিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগের ওপর গুরুত্বারোপ নরওয়ের
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে : ইসি সচিব
১০