
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভারে মাছ ব্যবসায়ী নবী নূর মোড়লকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
আজ (বৃহস্পতিবার) ঢাকার অতিরিক্ত সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন মামলার চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা জারিভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব (৫৫), সাভার পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল গনি (৭২), সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর (৫০), সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা (৬৫) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশুলিয়া থানার সভাপতি ফারুক হাসান তুহিন (৪৮)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার সাভারে ভিকটিম মাছ ব্যবসায়ী নবী নূর মোড়লকে আসামিরা গুলি করেন। চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২১ জুলাই ভিকটিম নবী নূর মোড়ল সাভার এমান মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান।
এ ঘটনায় তার স্ত্রী আকলিমা বেগম (৪০) বাদি হয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ৯ সেপ্টেম্বর শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
চার্জশিটভুক্ত ১১৪ আসামির মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ সাতজন কারাগারে আটক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন পাঁচজন। শেখ হাসিনাসহ ১০২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।