১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:২৫
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসংযোগ করেন। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, ১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। 

বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করছেন।

ধানের শীষের বিজয়ের লক্ষে তিনি দলের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

দুর্লভপুর ইউনিয়নের পদ্মাপারের চর অঞ্চলে গাইপাড়া এলাকায় আজ ভোটারদের উদ্দেশ্যে সাবেক এ এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর দেশে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ ফিরে এসেছে। ফলে ভোটারদের মধ্যে উৎস লক্ষ্য করা যাচ্ছে।

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এই আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ক্লিন ইমেজ ধরে রাখতে চাই। বিশেষ করে শিবগঞ্জের চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং শিক্ষার প্রসারে কাজ করতে চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
সব শিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগের ওপর গুরুত্বারোপ নরওয়ের
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে : ইসি সচিব
১০