দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২২:১২
ছবি : বাসস

বরগুনা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস-চেয়ারম্যান নূরুল ইসলাম মণি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে মানবসম্পদে পরিণত করতে উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে গরিব মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, বরগুনায় দুটি আসন রয়েছে। আমরা চেষ্টা করবো যাতে দুটি আসনেই বিজয়ী হতে পারি। বরগুনার শিক্ষা, স্বাস্থ্য, জেলে সম্প্রদায়ের সমস্যা ও অন্যান্য উন্নয়নমূলক কাজে মনোযোগ দেওয়া হবে। পাশাপাশি পায়রা নদী ও বিষখালী নদীতে সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নূরুল ইসলাম মণি আজ সোমবার জেলার বেতাগী উপজেলা পরিষদের ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। আমরা সকলে মিলে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে নতুনভাবে গড়ে তুলবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, সাবেক সভাপতি শাহজাহান কবির, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পান্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০