বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:২৩ আপডেট: : ০৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৩
খালেদা জিয়া ও তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি আসনে।  

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। কয়েকটি আসন জোটের শরিকদের জন্যও রাখা হয়েছে। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ঘোষিত আসনগুলোতেও পরিবর্তন আনা হতে পারে।’

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদ, পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০