ফেনীতে যুবদলের সপ্তাহব্যাপী মানবিক কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৪ আপডেট: : ০৩ নভেম্বর ২০২৫, ১৫:১৩
ছবি: বাসস

ফেনী, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার যুবদলের সপ্তাহব্যাপী মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে জনমনে প্রশংসা পেয়েছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। 

সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়। কর্মসূচির মধ্যে সড়ক সংস্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, কবরস্থান সংস্কার, মেডিকেল ক্যাম্প, শ্রমজীবীদের এক টাকায় বাজার ও খাবার বিতরণ ছিল উল্লেখযোগ্য।

যুবদল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে সপ্তাহব্যাপী আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর মধ্যে শুরু থেকেই মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডের প্রতি গুরুত্বারোপ করেন শীর্ষ নেতারা।

গত ২৭ অক্টোবর শহরের মিজান রোড থেকে ওয়াপদা মাঠ পর্যন্ত সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচী শুরু হয়। জেলা যুবদল আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত সহ প্রায় ৩’শ সাইকেল ও  বিভিন্ন চিত্র সহ ভ্যানগাড়ী, ব্যান্ডপার্টির অংশগ্রহণে বর্ণাঢ্য এ শোভাযাত্রা কলেজ রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানুষ উপভোগ করেন।

পরদিন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক এলাকা ফুলগাজী সদর ইউনিয়নের গাইনবাড়ি থেকে তার নিজের নামে থাকা বেগম খালেদা জিয়া সড়কের ৪ কিলোমিটার অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করে জেলা যুবদল নেতাকর্মীরা। এতে ইট-বালু সহ নির্মাণ সামগ্রী বাবদ প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন তারা। সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

গত ২৯ অক্টোবর শহরের ট্রাংক রোডের জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৭’শ টাকা পরিমানের নিত্যপণ্য এক টাকায়  কিনেন তিনশ নিম্ন আয়ের নারী-পুরুষ। একইদিন ৫শ শ্রমজীবীকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

গত ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে দেশের প্রথম জেলা হিসাবে ফেনী জেলা যুবদলের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে জেলার ৫টি পৌরসভা ও ৪৩ ইউনিয়নের ৪৪১ ওর্য়াডের নেতাকর্মীদের নিয়ে ডিজিটাল দক্ষতা অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্র জানায়, গত ২৮ অক্টোবর সোনাগাজী উপজেলা যুবদল যুব সমাবেশ করে। পরশুরামের অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা যুবদলের নেতারা। ৩১ অক্টোবর যুবদল নেতা মুকুলের উদ্যোগে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে এক টাকার বাজারের আয়োজন করা হয়। এতে শতাধিক মানুষ উপকারভোগী হয়।

২৮ অক্টোবর সদর উপজেলা যুবদলের উদ্যোগে আহ্বায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব শাহাদাত হোসেন, কালিদাস পাহালিয়া নদীতে উম্মুক্ত জলাশয়ে ৩০ কেজি মৎস্য পোনা অবমুক্ত করেন।

৩০ অক্টোবর লেমুয়া ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে সড়কে ২শ সুপারি ও ১শ নিম গাছের চারা রোপণ  এবং ১ হাজার ২শ ফুট রাস্তা মেরামত করা হয়।

সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর ও দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইয়ার নুরুল্লাহপুর সংযোগ সড়কে কালভার্ট থেকে দেবে যাওয়া রাস্তা সংস্কার করেন জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আল-ইমরান।

সূত্র আরো জানায়,গত ৩০ অক্টোবর দাগনভূঞা পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ডে পৌর আহ্বায়ক ইমাম উদ্দিনের উদ্যোগে গাছ লাগানো হয়।

গত ৩১ অক্টোবর জেলা যুবদল সদস্য মোজাম্মেল হোসেন আরিফের নেতৃত্বে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে স্বেচ্ছায় কবরস্থান সংস্কার করা হয়।

২ নভেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাংবাদিক মফিজুর রহমানের চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বাসস কে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের কল্যাণে যুবদল সবসময় কাজ করে যাবে।’

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বাসস কে বলেন, ‘যুবদল মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে চায়। এইজন্য প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  মানবিক ও সামাজিক কর্মসূচী নেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায়। আমরাও সেই পরিবর্তনের সঙ্গে থেকে কাজ করে যাবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০