
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া মোনামি।
ঢাবি শিক্ষকা শেহরীন আমিন ভূইয়া (মোনামি) বাদী হয়ে এক্টিভিস্ট মুজতবা খন্দকারকে প্রধান আসামি করে শাহবাগ থানায় আজ সোমবার মামলাটি দায়ের করেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামিও রয়েছে। থানায় অভিযোগের সময় ডাকসুর সদস্যরা ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর মামলার বিষয়টি আজ বাসসকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করায় এই মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়। এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
মামলায় শিক্ষিকা মোনামী অভিযোগ করেন, উল্লিখিত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আসামিরা তাদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত তাঁর ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করে তাকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করছে।
শেহরীন আমিন ভূইয়া মোনামি বলেন, ‘ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে।’
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।