পটুয়াখালীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ 

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৭
ছবি: বাসস

পটুয়াখালী, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌর শহরে আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য গণসংযোগ ও পথসভা। 

সোমবার বিকেল ৪টায় কাগোজীর পুল এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।

গণসংযোগকালে বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং দোকানপাট ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফাই জাতির মুক্তির রূপরেখা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনিমূল ইসলাম মিরাজসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিপুলসংখ্যক নেতাকর্মী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০