ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা আলোচনার কয়েক ঘণ্টা পর রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ।
কিয়েভ থেকে এএফপি এ সংবাদ জানায়।
যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮৫টি শাহেদ-ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে।
দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায়, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়। যে সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল।
কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে।
যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন কোনও যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।