খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:২৮
ছবি : বাসস

খুলনা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোনাডাঙ্গা বাইপাস সড়ক সংলগ্ন অবৈধভাবে নির্মিত দোকান এবং পরিবহন কাউন্টার ভেঙে ফেলা হয়।

তবে বেশ কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, তারা ব্যক্তিগত মালিকদের কাছ থেকে জমি লিজ নেওয়ার পর বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছেন। তাদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

কেডিএ কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে অননুমোদিত জমিতে স্থাপনা তৈরি করে দখলদাররা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। বারবার নোটিশ এবং গণবিজ্ঞপ্তি জারি করেও তাদের স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা স্থাপনা অপসারণ না করায় প্রায় ৩০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। তবে, আরও কিছু মালিক স্বল্প সময়ের মধ্যে স্বেচ্ছায় তাদের স্থাপনা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে সেগুলো অপসারণ করা হয়নি।

কেডিএ’র নগর পরিদর্শক মিরাজ হোসেন বলেছেন, দখলদাররা জমি খালি করার জন্য বারবার নির্দেশ উপেক্ষা করেছে। যার ফলে কর্তৃপক্ষের কাছে কাঠামো ভেঙে ফেলা ছাড়া আর বিকল্প ছিল না।

তিনি জানান, সোনাডাঙ্গা বাইপাস সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই বাজেট পাশ হয়েছে। তবে এলাকাটি পরিষ্কার না করা পর্যন্ত উন্নয়ন কাজ এগোতে পারছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
১০